ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএলে বেশি টাকা পাওয়া ভারতের খারাপ খেলার কারণ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
আইপিএলে বেশি টাকা পাওয়া ভারতের খারাপ খেলার কারণ!

ইংল্যান্ডের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। তাদের এই হারের পর চলছে নানা আলোচনা-সমালোচনা।

রোহিত শর্মাদের খোঁচা দিতে ছাড়েননি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। এবার দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম দাবি করেছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দায়ী ভারতের ব্যর্থতার পেছনে।

তার মতে, আইপিএল তরুণ পেস বোলারদের ধ্বংস করছে। এই সময় ওয়াসিম আকরাম আভেশ খানের উদাহরণ টানেন আর ব্যাখ্যা করেন কীভাবে বোলাররা একটি মৌসুম খেলেই নিজেদের গতি হারাচ্ছে। তরুণদের জন্য মোটা অঙ্কের অর্থ দেওয়ারও বিরোধী ওয়াসিম আকরাম।

এ স্পোর্টসের প্যাভিলিয়ন শোতে তিনি বলেছেন, ‘আইপিএলের কথা বলছি, এই মুহূর্তে এশিয়া কাপে আমার সব বন্ধু ভারতীয় সতীর্থ, যাদের সঙ্গে আমিও কাজ করেছি। আমরা সকলেই দেখা করেছি এবং কথা বলেছি। তাই আমি তাদের সঙ্গে কথা বলছিলাম যে ভারতীয় পেস বোলাররা যারা আসে, যা আমি লক্ষ্য করেছি, তাদের উদাহরণ হিসাবে আভেশ খানের মতো একজন পেস বোলার রয়েছে। সে ১৪৫ কিলোমিটার বেগে বল করতো, ১৪০এর বেশি গতিতে ধারাবাহিক করতেন, কিন্তু এক মৌসুমের পরে এখন ১৩০-এ নেমে এসেছে। এক মৌসুমেই গতি হারায় তারা। ’

ওয়াসিম আকরাম আরও বলেন, ‘প্রথমে বিসিসিআইকে খতিয়ে দেখতে হবে কেন এমন হচ্ছে। কারণ তারা প্রায় ১২-১৩ কোটি টাকা পাচ্ছে। আমি টাকা নিয়ে কিছু মনে করি না, তবে আমি মনে করি তরুণ খেলোয়াড়দের জন্য ক্যাপ থাকা উচিত। এমনকি আইপিএলে যে নতুন ছেলে আসছে, এর চেয়ে বেশি পাওয়া যাবে না। যাতে সে বুঝতে পারে ক্ষুধা কি জিনিস। ’

এসময় আইপিএল শুরুর পর ভারতের বিশ্বকাপ জিততে না পারার ব্যাপারটি তুলে ধরে আকরাম বলেছেন, ‘২০০৮ সাল থেকে আইপিএল শুরু হয়েছিল কিন্তু তারপর থেকে তারা আর টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। তাহলে বলাই যায় যে আইপিএলের ফলে ভারতীয় ক্রিকেটে বড় প্রভাব পড়েছে। ’

বাংলাদেশ সময় : ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।