দ্বিতীয় দফায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের সাবেক বোর্ড প্রধান গ্রেগ বার্কলে। এই পদে আরেক প্রতিপক্ষ জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের প্রধান টাভেঙ্গওয়া মুকুহলানি নিজের নাম সরিয়ে নিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।
এক বিবৃতিতে রোববার বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগামী দুই বছরের জন্য স্বাধীনভাবে এই আসনে থাকবেন বার্কলে।
চেয়ারম্যান নির্বাচিত হয়ে বার্কলে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে পুনরায় নির্বাচিত হওয়া সম্মানের বিষয়। আমাকে সমর্থনের জন্য সহযোগী আইসিসি পরিচালকদের ধন্যবাদ জানাতে চাই। ’
এর আগে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বার্কলে। ২০২০ সালে আইসিসির দায়িত্ব পাওয়ায় সেই পদ ছাড়তে হয় তাকে।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
আরইউ