দেশের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ঘরোয়া টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর মাঠে গড়াবে জানুয়ারির প্রথম সপ্তাহে। অনেক তারকা ক্রিকেটারদের ইতোমধ্যেই সরাসরি দলে টানা শুরু হয়েছে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ঈসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, ২৩ নভেম্বর প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য তারিখ। তবে এ নিয়ে আবারও আলোচনা হবে। এরপর ড্রাফটের তারিখ বদলাতেও পারে। এখন পর্যন্ত অবশ্য ২৩ নভেম্বর সামনে রেখেই প্রস্তুতি চলছে।
জানা গেছে, নির্বাচকরাও ক্রিকেটারদের ক্যাটাগরি চূড়ান্ত করে ফেলেছেন। আগামী বিপিএলে ভালো মানে বিদেশী ক্রিকেটার পাওয়া নিয়ে শঙ্কা দেখা গিয়েছিল। মূলত বিপিএল চলাকালীন আরও তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়াবে বলেই এই সংকট। নতুন করে যাত্রা করতে যাওয়া আরব আমিরাতের আইএলটি, দক্ষিণ আফ্রিকার এসএটুয়েন্টি, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ একই সময় চলবে।
তবে ইতোমধ্যেই সরাসরি সাইনিংয়ে বেশ কয়েকজন তারকাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে আছেন শোয়েব মালিক, ক্রিস গেইলদের মতো অভিজ্ঞ ও মোহাম্মদ রিজওয়ান-শাহিন শাহ আফ্রিদির মতো সময়ের সেরা তারকারা।
বাংলাদেশ সময় : ১১০৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এমএইচবি/এআর