ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রিজওয়ানের উইকেট হারিয়ে পাওয়ার প্লে পার পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
রিজওয়ানের উইকেট হারিয়ে পাওয়ার প্লে পার পাকিস্তানের

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ইংল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের ব্যাটে সাবধানী শুরু পায় পাকিস্তান।

তবে পঞ্চম ওভারে এই জুটি ভেঙে ইংলিশদের ব্রেক থ্রু এনে দেন পেসার স্যাম কারান।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ১ উইকেটে ৩৯ রান করেছে বাবরবাহিনী।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ফাইনালে আজ রোববার টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড।  

ইংলিশদের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ইংলিশ পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রান তুলতে হিমশিম খেয়েছেন দুই পাকিস্তানি ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এরপর ইনিংসের পঞ্চম ওভারে স্যাম কারানের বলে রিজওয়ান (১৫) বোল্ড হয়ে ফিরলে ভাঙে দুজনের ২৯ রানের জুটি।  

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।