ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

কষ্ট পেলেও মন ভাঙেনি শোয়েব আখতারের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
কষ্ট পেলেও মন ভাঙেনি শোয়েব আখতারের

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে পাকিস্তানের। এমন হারে কষ্ট পেয়েছেন সাবেক পাকিস্তানি স্পিডস্টার শোয়েব আখতার।

তবে বাবরবাহিনী শেষ পর্যন্ত লড়াই করায় তার মন ভাঙেনি বলে জানিয়েছেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'। বরং পাকিস্তান দলকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেন, 'আমি পাকিস্তানের পাশেই আছি। শাহিন শাহ আফ্রিদির ইনজুরিটা ছিল টার্নিং পয়েন্ট। আমি চেয়েছিলাম ম্যাচটা শেষ ওভার পর্যন্ত যাক। কিন্তু দুর্ভাগ্যক্রমে তা হয়নি, কিন্তু ইটস ওকে। আমি খুশি কারণ, আজ রাতে পাকিস্তান দুর্দান্ত লড়াই করেছে। (সেমিফাইনালে) ভারতের বোলিং কিন্তু ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের সামনে দাঁড়াতেই পারেনি, একটা উইকেটও নিতে পারেনি। '

'আজ রাতে সিমিং ট্র্যাকে খেলা হয়েছে এবং পাকিস্তান কিন্তু তাদের (ইংল্যান্ডকে) বিপদে ফেলেছে। এমনকি একজন মাত্র লেগ স্পিনার নিয়েও তারা ইংল্যান্ডকে অনেকটা সময় চাপে রাখতে সক্ষম হয়েছে। তাই মাথা উঁচু রাখো। হতাশ হওয়ার কিছু নেই। জমজমাট লড়াই হয়েছে। দল নির্বাচনে আরও কঠোর হও এবং ফিটনেসের প্রতি বাড়তি গুরুত্ব দাও। '

'পরের বছর, ভারতের মাটিতে বিশ্বকাপ হবে। আমি তোমাদের বলছি, যে নায়ক হতে চাও, যাও (মুম্বাইয়ের) ওয়াংখেড়ে স্টেডিয়ামে শিরোপা উঁচিয়ে ধরো এবং পাকিস্তানে ফিরিয়ে আনো। এটা তোমাদের জন্য চ্যালেঞ্জ। যাও, ফিটনেস নিয়ে কাজ করো এবং ভারতে ওয়ানডে বিশ্বকাপ হবে। ওই বিশ্বকাপ হবে আমাদের। নিজেকে শক্ত করো, কঠোর অনুশীলন করো এবং পরের বিশ্বকাপ আমরাই জিতবো। '

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।