ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি, ৬ ফার্মেসি মালিককে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি, ৬ ফার্মেসি মালিককে জরিমানা ...

চট্টগ্রাম: রাউজান উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওয়ুধ বিক্রির অভিযোগে ৬ ফার্মেসি মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার জলিলনগর ও গহিরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার।

অভিযানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক শাখাওয়াত হোসেন রাজু আকন্দ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর আলম দ্বীন।

ইউএনও বাংলানিউজকে বলেন, অভিযানে ৬ ফার্মেসি থেকে বেশকিছু মেয়াদোত্তীর্ণ, ফিজিশিয়ান স্যাম্পল ও অননুমোদিত বিদেশি ওষুধ পাওয়া গেছে।

এসব অভিযোগে ৬ ফার্মেসি মালিককে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।