ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু শিশু আয়ান

চট্টগ্রাম: নগরের খুলশী থানার জিইসি মোড় এলাকায় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে জাহিদুল ইসলাম আয়ান নামে দুই বছর ৭ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

শনিবার (৩১ ডিসেম্বর)  দুপুর সোয়া একটার দিকে বাটাগলি সংলগ্ন শান্তিধারা আবাসিক এলাকার কানুনগো ভবনের ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শিশু আয়ান জেলা প্রশাসক কার্যালয়ের অস্থায়ী ফটোগ্রাফার মো. জনির ছেলে।

নিহত শিশু আয়ানের দাদা অলি উল্লাহ জানান, ভবনটির পাঁচ তলার উপরে টিনশেড ঘরে ভাড়ায় থাকতেন ফটোগ্রাফার জনি।

দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে ভবনের ছাদে হাঁটতে গিয়ে শিশু আয়ান উল্টে নিচে পড়ে যায়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়ানকে মৃত ঘোষণা করেন।  

এদিকে  শনিবার বিকেল ৩টায় নিহত শিশুটির নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে নগরের হযরত গরীব উল্লাহ শাহ (র:) মাজার সংলগ্ন কবরস্থানে শিশুটির মরদেহ দাফন করা হয়। নামাজে জানাযায় চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফ, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।