ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীর তীর দখল করে স্থাপনা গুঁড়িয়ে দিল জেলা প্রশাসন 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
কর্ণফুলীর তীর দখল করে স্থাপনা গুঁড়িয়ে দিল জেলা প্রশাসন  ...

চট্টগ্রাম: কর্ণফুলী নদীর ফিশারিজ ঘাট এলাকায় নদীর তীর দখল করে নতুন ভাবে গড়ে তোলা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।  

শুক্রবার ( ২০ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং এবং জামিউল হিকমা।  

অভিযানকালে নতুনভাবে গড়ে তোলা ৮টি পাকা স্থাপনা ও দুটি ঝুপড়ি ঘর ভেঙে গুঁড়িয়ে দিয়ে নদীর তীর দখলমুক্ত করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ দখলকারীদের সতর্ক করে বলেন, নদীর তীরে অবৈধ দখরকারী কাউকে ছাড় দেওয়া হবে না। নদ নদীর পাড় পাবলিক ট্রাস্ট সম্পত্তি বা জনগণের সম্পত্তি। নদীর পরিবেশগত ভারসাম্য ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা প্রশাসন চট্টগ্রাম কর্তৃক অবৈধ উচ্ছেদ কর্যক্রম চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।