চট্টগ্রাম: হামলা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের ভয় দেখানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম।
শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সারাদেশে বিএনপির জনসমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখে সরকার আজ ভীত হয়ে গেছে। তাই তারা নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে ভয় দেখাচ্ছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন, শাখাওয়াত জামান দুলাল, মঞ্জুর উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট এস এম ফোরকান, মোস্তাফিজুর রহমান চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর ও এস এম মামুন মিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এমআই/টিসি