ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হালদা ভ্যালি চা বাগানে লেক খনন, ২ ব্যক্তিকে কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
হালদা ভ্যালি চা বাগানে লেক খনন, ২ ব্যক্তিকে কারাদণ্ড 

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার হালদা ভ্যালি চা বাগানের ভেতরে বাদুড়খিল নামে টিলার পাদদেশে অবৈধভাবে লেক খনন করায় দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে আনন্দপুর হালদা ভ্যালি চা বাগানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির রাহমান সানি।

তিনি বাংলানিউজকে বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪(চ) লঙ্ঘন করার অপরাধে একই আইনের ধারা-১৫ অনুযায়ী ওই বাগানের সহকারী ব্যবস্থাপক মহসিন হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই আইনে এক্সাভেটর চালক গৌতম দাশ (৪৮), এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

তিনি আরও বলেন, হালদা ভ্যালি চা বাগান এলাকায় সরকারি রাস্তার ওপর গেট নির্মাণ করে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল, যা অভিযান চলাকালীন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ওই গেট সার্বক্ষণিক খোলা রাখার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।  
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও মো. সাব্বির রাহমান সানি।

অভিযানকালে সহায়তা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার ভূমি এটিএম কামরুল ইসলাম, ভুজপুর থানা পুলিশ ও বন বিভাগ।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
বিই/এসআরএস/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।