ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী নদীতে নিখোঁজ বৃদ্ধের খোঁজ মিলেনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
কর্ণফুলী নদীতে নিখোঁজ বৃদ্ধের খোঁজ মিলেনি ...

চট্টগ্রাম: কর্ণফুলী নদীতে পড়ে মো. এসকান্দর প্রকাশ বাচা মিয়া (৫৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিনের মৃত ইসমাইলের ছেলে।

 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বেতাগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও খোঁজ মিলেনি বাচা মিয়ার।

বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিউল আলম বলেন, নদীতে পড়ে নিখোঁজ বাচা মিয়ার ছেলের রাতে এ খবর জানিয়েছে। তার বাবা ছোট্ট একটি সাম্পান চালাতো, বালু উত্তোলনকারী ঠিকাদারী প্রতিষ্ঠানে অস্থায়ী চাকরি করতেন। প্রতিদিনের ন্যায় নাস্তা নিয়ে যাওয়ার সময় ড্রেজারের সাথে ধাক্কা লেগে নদীতে পড়ে যায় বাচা মিয়া। তাৎক্ষণিক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।  

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বাংলানিউজকে বলেন, শুক্রবার ঘটনাটি ঘটে। এরপর আমরা আমরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়েছি। আগ্রাবাদ থেকে ডুবুরি দল গিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত কর্ণফুলী নদীতে তল্লাশি চালালেও বাচা মিয়া খোঁজ মিলেনি। রোববার সকাল থেকে তল্লাশি চালানো হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।