ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খাস জমি ও পাহাড় সংরক্ষণে জেলা প্রশাসকের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
খাস জমি ও পাহাড় সংরক্ষণে জেলা প্রশাসকের অভিযান

চট্টগ্রাম: নগরের খুলশী এলাকায় বেশ কয়েকটি পাহাড় ও ১০ একর খাস জমি দখল করে আছে ভূমিদস্যুরা।  

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নগরের এসব খাস জমি উদ্ধার ও পাহাড় কাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন পাহড়ে অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নেতৃত্বে একটি টিম।

 

অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

এ সময় জেলা প্রশাসক বলেন, বেদখল হওয়া  সরকারি জায়গা উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্যে আজকের এই অভিযান।

সরকারি জায়গা উদ্ধার করার জন্য আমরা ইতিমধ্যে কার্যকরী পদক্ষেপ নিয়েছি। কয়েকদিনের মধ্যেই বেদখল হওয়া জায়গা উদ্ধার করা হবে।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পাহাড় কাটার বিরুদ্ধে অনেকগুলো অভিযান পরিচালিত হয়েছে। ইতিমধ্যেই আমরা পাহাড় কাটার সঙ্গে সম্পৃক্ততায় জেল -জরিমানা করেছি। পাশাপাশি নিয়মিত মামলাও করা হচ্ছে। পাহাড় ও টিলা রক্ষায় জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি১৩, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।