চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত 'পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ক্রিকেট লিগ (পিএসিএল) সিজন-১১ এ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে ৪০তম ব্যাচের ক্রিকেট দল প্রেডেটরস-৪০। টূর্ণামেন্টে রানার্সআপ হয়েছে ৪১তম ব্যাচের ক্রিকেট দল ফ্লোরিশ-৪১।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চবির শহীদ আব্দুর রব হলের মাঠে টূর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফারজানা নাসিরন।
অধ্যাপক ড. আমীর মুহাম্মদ নসরুল্লাহ বলেন, আশাকরি সবাই খেলাগুলো উদযাপন করেছে। খেলাধুলা আমাদের চিন্তা, মননশীলতাকে জাগ্রত করে। শুধুমাত্র পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। যে কাজগুলো আমাদের শরীর স্বাস্থ্য এবং মনকে প্রফুল্ল রাখে, সেগুলোকে উপেক্ষা করার সুযোগ নেই।
সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, খেলাধুলার সঙ্গে শারীরিক সুস্থতার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। যারা শারীরিকভাবে সুস্থ, তারা সবকাজে এগিয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার ক্ষেত্রে একটা সময় লোকপ্রশাসন বিভাগ এগিয়ে ছিলো। সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে আমাদের।
এছাড়া বিভাগের সভাপতি অধ্যাপক ফারজানা নাসরিন ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষক মোহাম্মদ ইয়াকুব পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন। টুর্নামেন্টে ম্যান অব ফাইনাল ও ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পেয়েছেন ৪০তম ব্যাচের শিক্ষার্থী সাব্বির হোসাইন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এমএ/পিডি/টিসি