ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তরুণীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
তরুণীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন ছবি প্রতীকী

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার একটি হত্যা মামলায় ইউছুফ বিন আলম (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

 বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন,নোয়াখালী জেলার চর জব্বর থানার চর মজিদ এলাকার জহুর আলমের ছেলে ইউছুফ।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বাংলানিউজকে বলেন, হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি ইউছুফ বিন আলমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মামলার দায়ের হওয়ার পর থেকে ইউছুফ বিন আলম পলাতক রয়েছে।  

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ৫ মে নগরের কোতোয়ালী থানার ষ্টেশন রোড হোটেল ছোবাহান (আবাসিক) এর ১০৬ নম্বর কক্ষে  ইউছুফ বিন আলম ও তরুণী রিমা স্বামী ও স্ত্রী পরিচয়ে হোটেলে উঠেন।  একই মাসের ৭ মে ভোর সাড়ে পাচঁটার দিকে ইউছুফ বিন আলম নাস্তা আনার কথা বলে রিমাকে রুমে তালাবদ্ধ রেখে বাহিরে যান। একইদিন ১২টা পর্যন্ত ইউছুফ বিন আলম ফিরে না আসায় হোটেলের কর্তৃপক্ষ রুম পরিস্কার করতে গিয়ে কোন সাড়া শব্দ না পাওয়ায় রুমের তালা ভেঙ্গে পুলিশ রিমার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তৎকালীন কোতোয়ালী থানার উপপরির্দশক (এসআই) সেকেন্দার আলী বাদী হয়ে মামলা করেন। এ মামলা পুলিশ তদন্ত শেষে ২০০৬ সালের ২৯ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৮ সালের ৮ জুন আদালতে আসামি  ইউছুফ বিন আলম বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আদালতে মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ করা্ হয়।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।