ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কেইপিজেডে গড়ে তোলা হবে নতুন উপশহর: শাহজাহান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
কেইপিজেডে গড়ে তোলা হবে নতুন উপশহর: শাহজাহান ...

চট্টগ্রাম: কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহান বলেছেন, সর্বস্তরের সহযোগিতা থাকলে কেইপিজেডে নতুন নতুন বিনিয়োগের মাধ্যমে আধুনিক শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আহরণ সম্ভব। এটি পরিবেশবান্ধব বেসরকারি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল।

অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি এখানে সবধরনের নাগরিক সুবিধা সম্বলিত একটি নতুন উপশহর গড়ে তোলা হবে। কেইপিজেডের কারিগরি সহায়তা এবং টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে স্থানীয় শিল্প সমৃদ্ধশালী হবে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) কেইপিজেডের ব্যাম্বো হাউস এলাকায় চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা ও পারিবারিক সম্মিলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কেইপিজেড একটি আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব শিল্প অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাও বিশেষ প্রয়োজন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ,  বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, কেইপিজেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুশফিকুর রহমান ও কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ ও মো. আইয়ুব আলী।

বক্তারা বলেন, ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব নানা উদ্যোগ নিয়েছে। প্রেস ক্লাবের সদস্যদের কল্যাণে বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি এমন নানা আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।  

কেইপিজেডের ডিজিএম মুশফিকুর রহমান বলেন, বর্তমানে এখানে ১৫টি বিনিয়োগকারী কোম্পানির অধীনে ৪২টি শিল্প ইউনিট স্থাপিত হয়েছে। প্রতিটি শিল্প ইউনিট উচ্চ প্রযুক্তি সম্পন্ন যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে প্রতি বছর ৪০০ মিলিয়ন ডলারের বিভিন্ন পণ্য রপ্তানি করছে। যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে নির্মানাধীন আরো ৮টি শিল্প ইউনিট সমাপ্তির পথে।

এরআগে একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদমিনারে এবং ২১ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু ম্যুরালে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পাশাপাশি প্রেস ক্লাবে জাতীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৫০  ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।