ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে মনোনয়ন প্রত্যাশী বিজয় কুমার চৌধুরীর উঠান বৈঠক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
বোয়ালখালীতে মনোনয়ন প্রত্যাশী বিজয় কুমার চৌধুরীর উঠান বৈঠক উঠান বৈঠকে মতবিনিময় অনুষ্ঠানে প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষান।

চট্টগ্রাম: চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষান বলেছেন, বোয়ালখালী আমার জন্মস্থান। আমি এই উপজেলার মানুষের ভাগ্যোন্নয়নে কিছু করতে চাই।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ দেন, আমি আমার জীবনের সর্বোচ্চ করে দেখাবো।  

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বোয়ালখালীর কধুরখীল গ্রামে প্রয়াত অশ্বিনী চন্দের বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

 

এসময় বক্তব্য দেন সাংবাদিক নিরুপম দাশগুপ্ত, শিল্পপতি মিন্টু কুমার দাশ, স্থানীয় আওয়ামী লীগ নেতা মুনমুন দাশ, রাজিব চক্রবর্ত্তী, কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, মৃনাল কান্তি বিশ্বাস টিটু, মো. সরোয়ার, ইমরানুল হক মামুন, মামুনুর রশিদ মিয়াজী, শিমুল শীল, মোজাম্মেল হক, লিটন ধর, শংকর চন্দ, অশোক দাশ প্রমুখ ।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এসি/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।