ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে গবেষণা মেলা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে গবেষণা মেলা ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিভাগের গবেষকদের বিভিন্ন গবেষণাকর্ম সবার সামনে উপস্থাপন ও গবেষণার সংস্কৃতিকে জনপ্রিয় করার লক্ষ্যে প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলছে  গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা মেলা।  

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে চবির শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসব শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান।

জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক ও গবেষণা মেলার সমন্বয়ক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী। ভূগোল বিভাগের শিক্ষক ও গবেষণা মেলার সদস্য সচিব অধ্যাপক ড. অলক পাল। চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটির (সিইউআরএইচএস) মডারেটর ও গবেষণা মেলার পরিচালক অধ্যাপক ড. আদনান মান্নান, মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. সুমন গাঙ্গুলী এবং সিইউআরএইচএস এর সভাপতি মাহমুদ শরীফ।  

মূল বক্তা ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সাবেক অধ্যাপক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘ডিসটিংগুইজড প্রফেসর’কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে এবং চট্টগ্রামের সব প্রতিষ্ঠানের গবেষণার বৈচিত্র্যকে সবার সামনে উপস্থাপনের লক্ষ্যে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র এবং চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির যৌথ উদ্যোগে “চট্টগ্রাম রিসার্চ ফেস্টিভ্যাল” শীর্ষক এ মেলা আয়োজন করা হয়েছে।  

চবির ৪০টি বিভাগ, ৩৫টি ল্যাবরেটরি এবং চট্টগ্রামের আরও ২০টি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও এতে অংশ নিয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিসিএসআইআর, এটমিক এনার্জি কমিশন, বাংলাদেশ ওশানোগ্রাফি রিসার্চ ইন্সটিটিউট, বন গবেষণা ইন্সটিটিউট, চিটাগাং রিসার্চ ইন্সটিটিউট ফর চিল্ড্রেন সার্জারি, পাসটো রিসার্চ গ্রুপ।  

বিশেষ আকর্ষণ হিসেবে আছে শিশু কিশোরদের রোবট ও অন্যান্য উদ্ভাবন নিয়ে রোবটিক্স এ বিশ্ব চ্যাম্পিয়ন টিম দি টেক একাডেমীর ভার্চুয়াল রিয়েলিটি শো ও উদ্ভাবনা পরিবেশনা।

এছাড়া বিকালে থাকবে ‘রিসার্চ এক্সিলেন্স এওয়ার্ড’ যেখানে সেরা গবেষক সম্মাননা, তরুণ গবেষক পুরস্কার, সেরা নারী গবেষক অ্যাওয়ার্ড, সেরা গবেষণা প্রজেক্ট, সর্বোচ্চ ইমপ্যাক্ট ফ্যাক্টর পবেষণা, সেরা গবেষণা শিক্ষার্থী, সর্বোচ্চ বই প্রকাশক, সেরা উদ্ভাবকসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৪০ জনকে পুরস্কার দেওয়া হবে।  

এছাড়া মঞ্চে ‘হাইলাইটেড রিসার্চ টক’ অধিবেশনে নিজেদের উদ্ভাবন ও গবেষণা উপস্থাপন করবেন বিজ্ঞান, জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল, সমাজবিজ্ঞান, মানববিদ্যা, বাণিজ্য, পরিবেশ, সমুদ্রবিজ্ঞান সংশ্লিষ্ট স্বনামধন্য আটজন গবেষক। পাশাপাশি থাকবে ‘স্পটলাইট রিসার্চ সেশন’ যেখানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, বিসিএসআইআর, বাংলাদেশ ওশানোগ্রাফি রিসার্চ ইন্সটিটিউট এবং দি টেক একাডেমীর কার্যক্রম উপস্থাপন করা হবে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।