ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

চট্টগ্রাম: বিজিসি ট্রাসট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে।  

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মঞ্জুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব।

 

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ.এন.এম ইউসুফ চৌধুরী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. হযরত আলী মিয়া,  ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. অনিন্দ্য কুমার নাথ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইমরান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. জিয়া উদ্দিন, এমবিএ কো-অর্ডিনেটর সৌমেন চক্রবর্তী, এমএ ইন ইংলিশ এর কো-অর্ডিনেটর মাহমুদা আকতার, স্পোর্টস ক্লাবের উপদেষ্টা গোলাম শাহরিয়ার, আমিনুল হক সিদ্দিকী প্রমুখ।  

ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে উপাচার্য প্রফেসর ড.এ.এফ.এম আওরঙ্গজেব বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মনোদৈহিক বিকাশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ তাদের অন্তঃবিভাগ ক্রীড়া সমাপ্ত করেছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন বিভাগের সফল ক্রীড়াবিদদের নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সপ্তাহব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে। এই ক্রীড়া প্রতিযোগিতা থেকে বিজয়ী ক্রীড়াবিদরা বিশ্ববিদ্যালয়ের জন্য জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আগামী দিনে সফলতা নিয়ে আসবে।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের  শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, দাবা, ক্যারাম, লুডু সহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।