ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে স্কুল হ্যান্ডবল লীগের উদ্বোধন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
চট্টগ্রামে স্কুল হ্যান্ডবল লীগের উদ্বোধন 

চট্টগ্রাম: মহানগর ক্রীড়া সংস্থার আয়োজনে ‘কর্ণফুলী গ্রুপ মহানগরী স্কুল হ্যান্ডবল লীগ (বালক-বালিকা) ২০২৩’ এর টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।  

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি কৃষ্ণ পদ রায়।

 

এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী গ্রুপ অফ কোম্পানীজের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল খালেক চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী, সিএমপি দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান, উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার ও  চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার হ্যান্ডবল কমিটি চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক শায়েস্তা খান, দক্ষিণ ও উত্তর বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. আরাফাতুল ইসলাম ও নোবেল চাকমা, কোতোয়ালী জোনে (এসি) অতনু চক্রবর্তী,  কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবিরসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।