ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জেমিসনে ফিল্ড হাসপাতালের অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
জেমিসনে ফিল্ড হাসপাতালের অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর ...

চট্টগ্রাম: জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে ২টি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন প্রদান করেছে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশন।  

গত ২৭ ফেব্রুয়ারি আন্দরকিল্লা রেড ক্রিসেন্ট হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলার চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের কাছে মেশিন দুটি হস্তান্তর করেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া।

 

প্রধান অতিথির বক্তব্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল মহামারীর সময়ে দেশের মানুষের জন্য কি অবদান রেখেছে তা সবাই জানেন। কঠিন সে সময় পেরিয়ে এখনও তারা তাদের মানবিক কার্যক্রমের ধারা বন্ধ করেনি যা প্রশংসার দাবিদার।

ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের সভাপতি ডা. বিদ্যুৎ বড়ুয়া একজন ডায়নামিক ও দূরদর্শী নেতা। তার উদ্যোগে এই অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন হস্তান্তর এই হাসপাতালের চিকিৎসা সেবাকে আরো সমৃদ্ধ করবে।  

বিশেষ অতিথির বক্তব্যে ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, আমি ও আমার টিম সবসময়ই ভাল কাজগুলোর সাথে থাকার সর্বোচ্চ চেষ্টা করি। ইতিমধ্যে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের সকল মেডিক্যাল সরঞ্জাম, আইসিইউ সরঞ্জাম চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রদান করা হয়েছে যার সুফল এখন চট্টগ্রামবাসী পাচ্ছে। শিশু ও প্রসূতিদের জন্য আস্থার স্থান এই ম্যাটারনিটি হাসপাতালে প্রদানকৃত দুটি অক্সিজেন মেশিন এখানকার স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরো গতিশীল করবে এবং নবজাতক ও প্রসূতি মায়েদের তাৎক্ষণিক অক্সিজেন সরবরাহের কাজে দিবে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট জেলা সম্পাদক আসলাম খান, মহানগর ইউনিট সম্পাদক আব্দুল জব্বার, চিফ মেডিক্যাল অফিসার, জেমিসন হাসপাতালের পরিচালক সহ চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এসি/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।