চট্টগ্রাম: সপ্তম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মার্চ) চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের কল্যাণে আর্তমানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর এই স্বপ্ন পূরণে যুব ও স্বেচ্ছাসেবকদের জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের দক্ষ ও পরিশ্রমী করে তুলতে হবে। এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। তাই এই সময়েই আর্তমানবতার সেবায় বেরিয়ে পড়তে হবে সবাইকে।
চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদ এটিএম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নুর-উর রহমান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এম এ ছালাম।
সকল অংশগ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করান ৭ম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প ২০২৩ এর ক্যাম্প মার্শাল ও প্রধান স্বেচ্ছাসেবক, যুব রেড ক্রিসেন্ট-চট্টগ্রাম এর যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমু।
উল্লেখ্য, চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলা, সিটির করপোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশের ৬৮টি ইউনিট থেকে চার দিনব্যাপী ১ হাজার ৪৫০ জন যুব স্বেচ্ছাসেবক এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক যুব রেড ক্রিসেন্ট ক্যাম্পে অংশগ্রহণ করেছে।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
এমআর/টিসি