ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে তুলার গুদামে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
সীতাকুণ্ডে তুলার গুদামে আগুন ....

চট্টগ্রাম: সীতাকুণ্ডের ছোট কুমিরায় নেমসন কন্টেইনার ডিপোর সামনে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়।

 

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, নেমসন কনটেইনার ডিপো কর্তৃপক্ষ’র গুদামে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। বান্ডিল আকারে রাখা পুড়ে যাওয়া তুলা ইউনিটেক্স লিমিটেডের আমদানি করা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকাল দশটা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুইটি টিম ঘটনাস্থলে গেছে। কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা এর আগে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।  তুলার আগুন নেভাতে অনেক সময় লাগে। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে দেরি হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।