ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন, জরিমানা দুই লাখ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন, জরিমানা দুই লাখ ...

চট্টগ্রাম: চন্দনাইশে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করায় ন্যাশনাল ব্রিকস ম্যানুফেকচারার ও মেসার্স শাহ আলী রজা (রহ.) ব্রিকস ম্যানুফেকচারারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (১২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত চন্দনাইশ উপজেলার পূর্ব এলাহাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক বাংলানিউজকে বলেন, পরিবেশ অধিদফতরের সহায়তায় পরিচালিত অভিযানে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করায় (পাহাড় বা টিলার পাদদেশ হতে কমপক্ষে অর্ধ কিলোমিটার দূরত্বের মধ্যে) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ১৮(২) ধারায় দুই মামলায় দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।