চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র আওয়ামী লীগের নয়, তিনি বাঙালির সম্পদ এবং সারা বিশ্বের শোষিত মানুষের মুক্তির আলোকবর্তিকা। আজকের শিশু-কিশোররা আমাদের উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক।
শুক্রবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিআরবি শিরীষতলায় এক বর্ণ্যাঢ্য বিকেলে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত শিশু কিশোর সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের যে পাঁচটি মৌলিক অধিকার রয়েছে তা বাস্তবায়নে যে লড়াই সংগ্রাম করে যাচ্ছেন তা সারাবিশ্বকে মুক্তির পথ দেখাবে। এই পথের সারথী হিসেবে আজকের শিশু-কিশোররা অবশ্যই দৃঢ় প্রত্যয়ে নেতৃত্ব দেবে।
তিনি বলেন, একটি দল যাদের জন্ম ক্যান্টনমেন্টে এবং বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় ছিলো তারা জাতির মঙ্গল চায় না। কেননা তারা তো বাংলাদেশকেই বিশ্বাস করে না। বাংলাদেশের যারা বিরোধীতাকারী এবং স্বাধীনতার পতাকাকে খামছে ধরেছিলো তাদেরকে নিয়ে যদি রাজপথে নামে আমরা তো ক্ষমা করবই না নতুন প্রজন্ম তাদের উদ্দেশ্যে করে ঘৃণার থুতু ছড়াবে।
মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী
এই আয়োজনে শিশু কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠানের সামগ্রিক তত্ত্বাবধান করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু। সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন বোধন আবৃত্তি পরিষদ, চট্টলকুড়ি, কবি নজরুল একাডেমী, ঘুঙুর নৃত্যকলা কেন্দ্র, একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র, নৃত্যময়ী একাডেমী, তারুণ্যের উচ্ছা¦স, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, সঞ্চারী নৃত্যকলা একাডেমি। সাংস্কৃতিক পরিবেশনার আরেকটি আকর্ষনীয় মনোমুগ্ধকর পরিবেশনা ছিলো বঙ্গবন্ধুর জীবন ও দর্শন নিয়ে লামিয়া সুলতানা অহি।
এই মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, উপদেষ্টা আলহাজ্ব শফর আলী, এনামুল হক চৌধুরী, সম্পাদক মন্ডলীর সদস্য আবদুচ ছালাম, নোমান আল মাহমুদ, শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, জোবাইরা নার্গিস খান, হাজী জহুর আহমদ, আবু তাহের, আবদুল আহাদ, জহর লাল হাজারী, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, সাইফুদ্দিন খালেদ বাহার, জাফর আলম চৌধুরী, অ্যাড. কামাল উদ্দীন আহমদ, রোটারীয়ান মোহাম্মদ ইলিয়াস, থানা আওয়ামী লীগের মোহাম্মদ ইলিয়াস, রেজাউল করিম কায়সার।
এর আগে সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
পিডি/টিসি