ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যানন্দের স্টলে তৃতীয় লিঙ্গের বিক্রয়কর্মী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
বিদ্যানন্দের স্টলে তৃতীয় লিঙ্গের বিক্রয়কর্মী ...

চট্টগ্রাম: নগরের পলোগ্রাউন্ডে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বিদ্যানন্দের স্টলে বিক্রয়কর্মী হিসেবে কাজ করছেন তৃতীয় লিঙ্গের তিনজন।  

শুক্রবার (১৭ মার্চ) বিদ্যানন্দের স্টলে বিক্রেতাদের উপচেপড়া ভিড় সামলাতে দেখা যায় তাদের।

জানা গেছে, তারা যেসব পণ্য বিক্রি করছেন তার ২০ শতাংশ পাবেন মজুরি হিসেবে। কাজ পেয়ে দারুণ খুশি তারা।
 

মেলার মূল ফটক দিয়ে ঢুকতেই হাতের বাম পাশে বিদ্যানন্দের স্টল। সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে উত্তর বঙ্গ ও চরাঞ্চলের কুটির শিল্পসামগ্রী বাজারজাত করা হচ্ছে এ স্টলে। বাঁশ, বেতের তৈরি নানা গৃহস্থালি সামগ্রী, শোপিস, হাতের কাজ করা লেডিস ব্যাগ, হাত ব্যাগসহ আকর্ষণীয় সব পণ্য বিক্রি হচ্ছে এ স্টলে।  

বিদ্যানন্দের জুনিয়র অফিসার মনজুর আলম বাংলানিউজকে জানান, গত বছর ঈদের সময় একটি সামাজিক কর্মসূচিতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। এরপর থেকে নিয়মিত যোগাযোগ হয়। তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার লক্ষ্যে বিদ্যানন্দের স্টলে তিনজন তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা যেসব পণ্য বিক্রি করবে তার ২০ শতাংশ মজুরি হিসেবে পাবেন।  

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মেলায় আসা শিক্ষিত ভদ্র ক্রেতারা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর কর্মসংস্থানের বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন। প্রশংসা করছেন। তাদের উৎসাহ দিচ্ছেন। তবে কিছু তীর্যক কমেন্ট যদিও জুটে, তবুও আক্ষেপ নেই। কিছু মানুষকে শান্তিতে ঘুমাতে দিতে পারছি, এটাই আমাদের সান্ত্বনা।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।