ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মূল্যতালিকা না রাখায় চন্দনাইশে ৪ দোকানিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
মূল্যতালিকা না রাখায় চন্দনাইশে ৪ দোকানিকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

চট্টগ্রাম: চন্দনাইশে মূল্যতালিকা না রাখা ও বেশি দামে পণ্য বিক্রির অপরাধে চার দোাকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকা এবং কাঞ্চনাবাদ বাদামতল এলাকার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক বাংলানিউজকে বলেন, বাজার মনিটরিংয়ে বের হয়ে বিভিন্ন অনিয়মের জন্য প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। এছাড়াও চার দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তবে এ ধরনের অপরাধে পুনরায় করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের নিয়মিত অভিযান চলবে।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।