ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে পৌনে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
শাহ আমানতে পৌনে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক ...

চট্টগ্রাম: দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক যাত্রীর কাছে মিলেছে পৌনে তিন কেজি স্বর্ণ। তার পেটে লুকিয়ে রাখা আরও স্বর্ণ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল বৃহস্পতিবার (২৩ মার্চ)  সকালে দুবাই থেকে বিজি-১৪৮  ফ্লাইটে আসা যাত্রীর শরীর তল্লাশি করে লুকায়িত অবস্থায় ২৩ পিস স্বর্ণবার (২.৭ কেজি প্রায়) উদ্ধার করে।  

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান।

তিনি জানান, হাটহাজারীর এনায়েতপুরের মোহাম্মদ জিয়াউদ্দিন নামের ওই যাত্রীর রেক্টামে আরও স্বর্ণবার থাকার সন্দেহে স্ক্যানিং করে বের করার চেষ্টা অব্যাহত আছে।  

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।