চট্টগ্রাম: পূর্ব নাসিরাবাদের কুয়া ড্রিংকিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠানকে লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য দেওয়ায় মামলাসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিএসটিআইর সহকারী পরিচালক (সিএম) মোস্তাক আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য দেওয়ায় বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী ওই পানির কারখানার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় এবং ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এআর/পিডি/টিসি