চট্টগ্রাম: হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার মিটার নিষিদ্ধ ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে সোমবার (০১ মে) ভোর ৬টা পর্যন্ত এ অভিযান চলে।
জানা গেছে, হালদায় প্রজনন মৌসুমকে সামনে রেখে গত কয়েকদিন ধরে মা মাছের আনাগোনা বৃদ্ধি পেয়েছে।
অভিযানে সহযোগিতা করেন আইডিএফ মৎস্য কর্মকর্তা ফয়েজ রাব্বানী, মেখল ইউনিয়ন পরিষদ সদস্য মো. মামুন ও উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীরা।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, হালদায় ডিম সংগ্রহ মৌসুমকে সামনে রেখে উপজেলা প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের নির্দেশনা রয়েছে। মা মাছ সুরক্ষিত থাকলে ডিম তথা রেণু উৎপানের পরিমাণ বাড়বে। এ বিষয়ে হালদা পাড়ের সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মে ০১, ২০২৩
বিই/টিসি