চট্টগ্রাম: মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পাঞ্চল সংলগ্ন উপকূলীয় এলাকা থেকে একটি মৃত মায়া হরিণ উদ্ধার করেছেন বনবিভাগের কর্মীরা।
শুক্রবার (১২ মে) সকাল ১০টার দিকে শিল্পাঞ্চল পুলিশ ফাঁড়ির পাশে মৃত হরিণটির মরদেহ পাওয়া যায়।
বনবিভাগ সূত্রে জানা যায়, মৃত হরিণটি পড়ে থাকতে দেখে শিল্পাঞ্চল পুলিশ সদস্যরা বনবিভাগকে অবহিত করে। হরিণটি মিরসরাই রেঞ্জ কর্মকর্তার অফিসে নিয়ে আসা হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা আবদুল গফুর মোল্লা বলেন, মৃত হরিণটির মৃত্যুর কারণ উদঘাটনের জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে।
এর আগে ২০ মার্চ অর্থনৈতিক অঞ্চল এলাকা থেকে ইছাখালীর হাফিজপাড়ায় চলে আসা ৩ বছর বয়সী একটি মায়া হরিণ উপকূলে মানুষের তাড়া খেয়ে পুকুরে পড়ে মারা যায়। হরিণটির পেটে থাকা বাচ্চাও এসময় মারা যায়।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ১২, ২০২৩
এসি/টিসি