ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবির 'এ' ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে আসেননি ১৫ হাজার শিক্ষার্থী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মে ১৭, ২০২৩
চবির 'এ' ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে আসেননি ১৫ হাজার শিক্ষার্থী ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ৯৫ জন শিক্ষার্থী।  

বুধবার (১৭ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর মেরিন সায়েন্স ডিন অধ্যাপক ড. শফিকুল ইসলাম।

মঙ্গলবার ও বুধবার (১৬ ও ১৭ মে) চার শিফটে অনুষ্ঠিত হয় 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা।  

ভর্তি পরীক্ষার প্রথমদিন (১৬ মে) দুই শিফটে উপস্থিতির হার ৭৯ দশমিক ৪৬ শতাংশ।

দ্বিতীয় দিন (১৭ মে) উপস্থিত ছিলেন ৮০ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী।  

প্রথমদিন সকালের শিফটে ১৮ হাজার ৬৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ৮২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। বিকেলের শিফটে ১৮ হাজার ৬৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ৮৪৫ জন উপস্থিত ছিলেন।  

দ্বিতীয়দিন সকালের শিফটে ১৮ হাজার ৭৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। বিকেলের শিফটে ১৮ হাজার ৬৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ৯১২ জন উপস্থিত ছিলেন।  

দুইদিন চার শিফটে অনুষ্ঠিত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৪ হাজার ৭০৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫৯ হাজার ৬০৯ জন শিক্ষার্থী। মোট উপস্থিতির হার ৭৯ দশমিক ৭৯ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ৯৫ জন। মোট অনুপস্থিতি ২০ দশমিক ২১ শতাংশ।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।