চট্টগ্রাম: আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেছেন, বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হয়নি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এর কারণে। সেদিন সামরিক শাসকদের রক্তচক্ষু, ভয়ভীতি উপেক্ষা করে, নিজের জীবনের মায়া ত্যাগ করে এদেশের হত দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য শেখ হাসিনা দেশে ফিরে না এলে এদেশ আজ পাকিস্তানের মতো অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো।
বুধবার (১৭ মে) বিকালে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে নগরের পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর থেকে মহানগর যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে নগরীর স্টেশন রোড, নিউমার্কেট, দারুল ফজল মার্কেট, আমতলা চত্বর প্রদক্ষিণ করে।
মহানগর যুবলীগ নেতা জাকের আহমেদ খোকনের সভাপতিত্বে ও আনিফুর রহমান লিটুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সেকান্দর আজম, চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, জামিল আহমেদ মিলন, রঞ্জিত কুমার শীল, লোকমান হোসেন, রায়হান নেওয়াজ সজিব, মারুফ আহমেদ সিদ্দিকী, ইমতিয়াজ বাবলা, জাহিদ হোসেন খোকন, সালাউদ্দিন বাবর, ফরহাদ আবদুল্লা, মো. ইসমাইল, মাকসুদুল আলম জিকু, সাজ্জাদ আলী জুয়েল, কাজী আরিফ, মো. সালাউদ্দিন, সোহেল রানা, রেজাউল করিম মামুন, দিদারুল আলম দিদার, এমরান হোসেন, মো. শরিফ, সাজিবুল ইসলাম সজিব, ইকবাল হোসেন রাজু,ফারুক হোসেন সুমন, যুবায়ের হোসেন অভি, ইয়াছিন আরাফাত, সাইফুল হাবিব, মনিরুল হক, সাদ্দাম হোসেন, রমজান আলী, মো. হানিফ, আবু নাছের জুয়েল মাহমুদুর রহমান বাপ্পী, মোশাররফ আলী শাপলু, হোসেন আহমদ কিরন, বেলাল হোসেন, শাহজাহান বাপ্পি, মোস্তফা মামুন ভুঁইয়া, আমির হোসেন জুয়েল, টিপু খান, জাবেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এমআর/পিডি/টিসি