ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অতিরিক্ত ভাড়া আদায়, চবির মূল ফটকে ছাত্রলীগের তালা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মে ১৭, ২০২৩
অতিরিক্ত ভাড়া আদায়, চবির মূল ফটকে ছাত্রলীগের তালা ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: খাবারের দাম বৃদ্ধি এবং অতিরিক্ত গাড়ি ভাড়া আদায়সহ বেশকিছু দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা দিয়েছে শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

বুধবার (১৭ মে) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন করেন তারা।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা মূল ফটকের সামনে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। সরেজমিনে দেখা যায়, আন্দোলনের কারণে যানজট সৃষ্টি হয়েছে।

পাশাপাশি ভর্তি পরীক্ষার্থী এবং অভিভাবকদের আতঙ্কিত হতে দেখা যায়।

আন্দোলনকারী ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ডিপার্টমেন্টের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুমিন বাংলানিউজকে বলেন, খাবারের দাম বৃদ্ধি, অতিরিক্ত গাড়িভাড়া আদায়, হলে খাবারের পানি সংকটসহ বিভিন্ন দাবিতে আমাদের এ আন্দোলন। ভর্তি পরীক্ষার সময় এরকম নৈরাজ্য নতুন নয়। কিন্তু প্রশাসন এ বিষয়ে নির্লিপ্ত।  

তিনি আরও বলেন, মূল ফটকে তালা দেওয়ার কারণে সাময়িক ভোগান্তি সৃষ্টি হচ্ছে ঠিক, তবে আশাকরি আন্দোলনের কারণে প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা নেন তাহলে ভর্তি পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের দুর্ভোগ কমবে।  

এর আগে বুধবার বিকেলে অতিরিক্ত গাড়ি ভাড়া আদায় করায় ২০ জন সিএনজি চালককে ধরে আনেন শিক্ষার্থীরা। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ১০ হাজার টাকা জরিমানা করেন।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছে।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।