ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জনস্বার্থে নেওয়া প্রকল্প নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, মে ১৮, ২০২৩
জনস্বার্থে নেওয়া প্রকল্প নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে ...

চট্টগ্রাম: প্রকল্প কাজে অহেতুক ঢিলেমি রোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় হতে হবে। সমন্বয় সভায় বিভাগের সরকারি উন্নয়ন কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরা হয় বিধায় এ সভার সময় আরও বাড়াতে হবে।

কেননা প্রকল্প সংশ্লিষ্ট সবার কথা শুনতে হবে। জনস্বার্থে নেওয়া প্রকল্পগুলো সংশ্লিষ্টদের খামখেয়ালির কারণে যেন কোনোভাবেই জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

বৃহস্পতিবার (১৮ মে) সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চলতি মাসের বিভাগীয় সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান এসব কথা বলেন।  

তিনি যেসব প্রকল্পের অগ্রগতি কম তা দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরীর সঞ্চালনায় সভায় চট্টগ্রাম বিভাগের ১১ জেলার জেলা প্রশাসক, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা,  চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, ওয়াসা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, গণপূর্ত বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পাওয়ার গ্রিড কোম্পানি, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের বিভাগীয় প্রধান নিজ নিজ দপ্তরের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বর্তমান অবস্থা সমস্যা ও করণীয় তুলে ধরেন।

কক্সবাজারের জেলা প্রশাসক সভায় জানান, ঘূর্ণিঝড় মোখা পরবর্তী উপকূলীয় টেকনাফ ও সেন্টমার্টিনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারে ইতোমধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আরো বিতরণের অপেক্ষায় রয়েছে। তাছাড়া স্থানীয় বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, শিপ মালিক সমিতি, হোটেল মোটেল মালিক সমিতি প্রভৃতি সংগঠন ক্ষতিগ্রস্তদের সহায়তার জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে কাজ করছে।

সভায় সরকারি কর্মকর্তারা কোনো কোনো প্রকল্পে আন্তঃমন্ত্রণালয় সিদ্ধান্তের প্রয়োজন বিধায় সেসব বিষয়ে বিভাগীয় কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক মো. আসলাম হাবিব বোর্ডের বিভিন্ন পরিবর্তিত কার্যক্রম সভায় তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।