চট্টগ্রাম: স্মার্ট বাংলাদেশ বিনির্মানের প্রথম বাজেট উল্লেখ করে প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বৃহস্পতিবার (১ জুন) এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রস্তাবিত বাজেটটি বাস্তবতা ও বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে ইতিবাচক দিক নির্দেশনা; যাতে আগামী অর্থবছরে ৭.৫০ শতাংশ প্রবৃদ্ধির হার অর্জনের লক্ষ্য রয়েছে এবং যেখানে প্রায় ৬ দশমিক ৫০ শতাংশ মুদ্রাস্ফীতি মোকাবেলার ইতিবাচক পদক্ষেপের ফলক রয়েছে।
এবারের প্রস্তাবিত বাজেটে সংগত কারণে স্বাস্থ্য, কৃষি, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করে তাঁরা বলেন, কেউ কেউ এই বাজেটকে উচ্চাভিলাসী বলে মন্তব্য করলেও এই বাজেটটি শতভাগ জনবান্ধব এবং গণমানুষের আশা-আকাক্সক্ষা ও চাওয়া-পাওয়ার নিরিক্ষে এই বাজেটে একটি গণমুখী ও জনবান্ধব সরকারের ইতিবাচক প্রতিফলন ঘটেছে।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, জুন ১, ২০২৩
পিডি/টিসি