ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি ও অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মীর আগাম জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, জুন ৪, ২০২৩
বিএনপি ও অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মীর আগাম জামিন ...

চট্টগ্রাম: বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে নগরের চান্দগাঁও থানার এক মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মী ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।  

রোববার (৪ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জামিন পাওয়া নেতাকর্মীরা হলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, এম আই চৌধুরী মামুন, ইউনুস চৌধুরী হাকিম, হাজী ইসমাইল হোসেন বালি, আক্তার খান, আলী আব্বাস, তাহের জামাল, দিদারুল হক কাজীমি, আখতারুজ্জামান চৌধুরী রাশেদ, মইনুদ্দিন পারভেজ, ইয়াকুব খান বাবু, আব্দুল আল হাসান সোনা মানিক, নুরুল আক্তার চুন্নু, মোহাম্মদ আজগর, আব্দুল মোতালেব, আশরাফ মিয়া অনিক, নাজিমুদ্দিন ও  মো. হানিফ।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, গত ২৮ মে বিকেলে বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে নগরের চান্দগাঁও থানা পুলিশের করা ওই মামলায় আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান নেতাকর্মীরা।

শুনানি শেষে হাইকোর্ট ১৮ নেতাকর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। এরপর তাদের চট্টগ্রামের সেশন জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জুন ৪, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।