চট্টগ্রাম: মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সুশিক্ষায় শিক্ষিত হতে পারলেই দেশ ও জাতির উন্নতি সাধন হবে । শিক্ষার হার বেড়েছে কিন্তু গুণগত মান বাড়েনি।
সোমবার (৫ জুন) বিকেলে নগরের থিয়েটার ইনস্টিটিউটে ১৫তম শিল্পাচার্য জয়নুল আবেদিন স্মৃতি চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক ক্ষেত্রে দেখি জাঙ্ক ফুডের কারণে বাচ্চারা বেশি অসুস্থ হয়ে পড়ে। জাঙ্ক ফুড পরিহার করতে হবে। সকালের খাবার স্বাস্থ্যসম্মত হতে হবে।
ক্লাসিক্যাল ফটোগ্যালারর পরিচালক আব্দুল আউয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. তাসলিমা চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম ও জিয়া পাঠাগারের আহ্বায়ক জসীম উদ্দিন চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ৫, ২০২৩
এমআই/পিডি/টিসি