ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘৬ দফা বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তি আন্দোলনের অনুপ্রেরণা’ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জুন ৭, ২০২৩
‘৬ দফা বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তি আন্দোলনের অনুপ্রেরণা’  ...

চট্টগ্রাম: মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যাগে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জুন) সকালে নগরের দোস্ত বিল্ডিং কার্যালয়ে সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।

বক্তব্য দেন আবদুল মালেক খান, অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, ডা. ফজলুল হক সিদ্দিকী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, কামাল উদ্দিন, দীপন দাশ, নবী হোসেন সালাউদ্দিন, শিলা চৌধুরী, এস এম রাফি,নুসরাত জাহান, রিমন বিন আরমান প্রমূখ।  

সভায় প্রধান আলোচক বেদার বলেন, ১৯৬৬ সালের ৭ জুন ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ-আন্দোলনের সূচনা হয়।

এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা, নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক, শামসুল হক, মুজিবুল হকসহ মোট ১১ জন বাঙালি নিহত হন।  

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফা দাবি কেবল বাঙালি জাতির মুক্তি সনদ নয়, সারা বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তি আন্দোলনের অনুপ্রেরণার উৎস।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ৭, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।