ঢাকা, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে ১৭ বছর পর গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জুন ৮, ২০২৩
১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে ১৭ বছর পর গ্রেফতার  ...

চট্টগ্রাম: খুলশী থানার ডাকাতির মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি শামীম প্রকাশ বিহারী শামীমকে ১৭ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (৭ জুন) রাতে নগরের ওয়ার্লেস এলাকা থেকে তাকে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ।

 

 শামীম, একই থানার ডিজেল কলোনীর মাঠ এলাকার আজিম সরকারের ছেলে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বাংলানিউজকে বলেন, ২০০৬ সালের জানুয়ারি মাসে নগরের খুলশী থানার বাঘঘোনা মোড়ে অ্যাডভোকেট আব্দুস ছাত্তারের বাসায় ডাকাতির মামলায় শামীমকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

১৭ বছর পর বুধবার (৭ জুন) রাতে নগরের ওয়ার্লেস এলাকা থেকে শামীমকে গ্রেফতার করা হয়েছে। শামীমের বিরুদ্ধে এই মামলা ছাড়াও হত্যা, ডাকাতিসহ তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।  

 বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুন ৮, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।