চট্টগ্রাম: কারখানা থেকে রাসায়নিক পরিবহনে সতর্কতাসহ সাত দফা দাবি জানিয়েছে নগরের দক্ষিণ পাহাড়তলীর ফতেয়াবাদ ডিগ্রি কলেজ রোডের বাসিন্দারা।
বৃহস্পতিবার (৮ জুন) স্থানীয় কাউন্সিলর গাজী শফিউল আজিমের কাছে দেওয়া স্মারকলিপিতে এই দাবি জানান তারা।
স্মারকলিপিতে বলা হয়, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে গত বছরের জুনে ভয়াবহ বিস্ফোরণে ৫১ জনের মৃত্যুর পর কলেজ রোডের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। কারণ বিস্ফোরণ হওয়া হাইড্রোজেন পার অক্সাইড রাসায়নিক তৈরির কারখানা কলেজ রোডের ঠাণ্ডাছড়িতে অবস্থিত।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম, গাজী মঈনুদ্দীন, গাজী ফিরোজ শিবলী, গাজী তৈয়ব, এমজে কিবরিয়া, গাজী আক্কাস, মো. সিরাজ, মো. মানিক, গাজী রুবায়েত প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ৮, ২০২৩
বিই/পিডি/টিসি