চট্টগ্রাম: নগরের উন্নয়নে চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর পরিকল্পনা বাস্তবায়নে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড সহায়ক ভূমিকা রাখতে চায় বলে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ।
রোববার (১১ জুন) টাইগারপাসের চসিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা জানান।
এ সময় কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ বলেন, চট্টগ্রাম নগরীর নৌ পরিবহন ব্যবস্থা আধুনিকায়ন ও জনপ্রিয়করণে বর্তমানে দিন-রাত ২৪ ঘণ্টা শিফটিং করে কার্যক্রম পরিচালনা করছে ড্রাইডক কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে দেশের বিপুল বৈদেশিক মুদ্রা আয়ে ভূমিকা রাখছে বলেও জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, মোহাম্মদ আবদুল মান্নান, মো. শফিকুল ইসলাম, মো. শাহেদ ইকবাল বাবু, সংরক্ষিত নারী কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ। চট্টগ্রাম ড্রাই ডকের পক্ষে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন হানিফ মাহমুদ, সাব ল্যাফটেন্যান্ট রুমেন মজুমদার।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এআর/পিডি/টিসি