চট্টগ্রামঃ ভূমি অধিগ্রহণের ১ কোটি ৬২ লাখ ৯৭ হাজার টাকা ভুয়া মালিক সাজিয়ে তুলে নেওয়ার মামলায় আবদুল কুদ্দুস নামে এক কানুনগোকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৪ জুন) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুনসী আবদুল মজিদের আদালত এই আদেশ দেন।
আবদুল কুদ্দুস, চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় কর্মরত।
মামলার নথি থেকে জানা যায়, একটি প্রতিষ্ঠানের কারখানার জন্য এলএ শাখা সীতাকুণ্ডের সাহামামুদপুর মৌজার ২৫ দশমিক ৫৫ একর ভূমি অধিগ্রহণ করা হয়।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী বাংলানিউজকে বলেন, দুদকের মামলার আসামি আবদুল কুদ্দুস আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এমআই/পিডি/টিসি