ঢাকা, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ, কানুনগো কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ, কানুনগো কারাগারে ছবি প্রতীকী

চট্টগ্রামঃ ভূমি অধিগ্রহণের ১ কোটি ৬২ লাখ ৯৭ হাজার টাকা ভুয়া মালিক সাজিয়ে তুলে নেওয়ার মামলায় আবদুল কুদ্দুস নামে এক কানুনগোকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

বুধবার (১৪ জুন) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ  মুনসী আবদুল মজিদের আদালত এই আদেশ দেন।

আবদুল কুদ্দুস, চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় কর্মরত।

মামলার নথি থেকে জানা যায়, একটি প্রতিষ্ঠানের কারখানার জন্য এলএ শাখা সীতাকুণ্ডের  সাহামামুদপুর মৌজার ২৫ দশমিক ৫৫ একর ভূমি অধিগ্রহণ করা হয়।

মালিকানার ভুয়া কাগজপত্র দেখিয়ে ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি ১ কোটি ৬২ লাখ ৯৭ হাজার ১৫৭ টাকার দুইটি চেক ইস্যু করে টাকাগুলো তুলে নেওয়া হয়। এই ঘটনায় জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শাহাদাত হোসেন, কানুনগো আবদুল কুদ্দুস, সার্ভেয়ার শহীদুল ইসলাম, এসএম নাদিম এবং নগরের কোতোয়ালির অজয় দাশকে আসামি করে দুদকে মামলা করা হয়।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী বাংলানিউজকে বলেন, দুদকের মামলার আসামি আবদুল কুদ্দুস আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।