ঢাকা, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীর ৫ ইউপি সদস্যের বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
বাঁশখালীর ৫ ইউপি সদস্যের বহিষ্কারাদেশ প্রত্যাহার ...

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সচিবকে দায়িত্ব পালনকালে মারধরের অভিযোগ বহিষ্কার হওয়া পাঁচ ইউপি সদস্যের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পূর্বের পদে বহাল রাখার আদেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালায়।  

বুধবার ( ১৪ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধানের স্বাক্ষরিত চিঠি এ আদেশ জারি করা হয়।

 

বহিষ্কারাদেশ থেকে প্রত্যাহার হওয়া ইউপি সদস্যরা হলেন,  ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আমজাদ হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মনির উদ্দীন, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদ আহমদ, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ফারুকুজ্জামান ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মামুনুর রশিদ।  

চিঠিতে উল্লেখ করা হয়, একই ইউনিয়ন পরিষদের সদস্য সচিব মোহাম্মল জাকের আহম্মেদের সঙ্গে ভুল বুঝাবুঝিতে উদ্ভূত অনাকাঙ্খিত ঘটনায়  আপোস মীমাংসা হয়।

তারই প্রেক্ষিতে ইউপি সচিব আদালতে আপসনামা দাখিলের পর বিজ্ঞ আদালত কর্তৃক সি আর মামলা নম্বর-১৩১৬/২০২২ (বাঁশখালী) প্রত্যাহার করা হয়েছে মর্মে জেলা প্রশাসক মন্ত্রণালয়কে অবহিত করেন।  

এতে আরও উল্লেখ করা হয়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, বাঁশখালী কর্তৃক সি.আর-১৩১৬/২০২২ নম্বর মামলাটি CrPC এর ২৪৮ ধারায় নিষ্পত্তি হওয়ায় এ বিভাগের গত ১৬ ফেব্রুয়ারি  ২২৯নং স্মারকে জারিকৃত প্রজ্ঞাপনে  ইউপি সদস্যগণের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারপূর্বক নির্দেশক্রমে স্বপদে বহাল করা হলো।  

মন্ত্রণালয়ের এমন নির্দেশে ইউনিয়নের পরিষদের অচলাবস্থা কেটে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।