চট্টগ্রাম: নগরের খুলশী থানাধীন ১৪ নম্বর লালখান বাজার এলাকায় পাহাড় কাটার দায়ে এক যুবককে আটক করা হয়েছে। জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা।
শনিবার (১৭ জুন) বাগঘোনায় পাহাড়ের মাটি কাটার অভিযোগে তাকে আটক করা হয়।
আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বাংলানিউজকে বলেন, বাগঘোনা পাহাড় থেকে বৃষ্টির সময় কোদাল দিয়ে মাটি কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে মো. গিয়াসউদ্দিন নামের এক যুবককে আটক করা হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পরিবেশ সংরক্ষণ ও পাহাড় রক্ষায় চট্টগ্রাম জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে অটুট রয়েছে। পাহাড় কাটলেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
বিই/টিসি