চট্টগ্রাম: রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং বিশেষ সভার মধ্য দিয়ে বার্ষিক নির্বাচন (২০২৩-২৪) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে রোটার্যাক্টর মোহাম্মদ আরিফুর রহমান সভাপতি এবং রোটার্যাক্টর আশরাফুল হক আকিব সচিব পদে নির্বাচিত হয়েছেন।
ক্লাবের সাবেক সভাপতি জোবাইদুল আলম ফরহাদ প্রধান নির্বাচন কমিশনার এবং শাহাদাত হোসাইন মুন্না নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। ২০২৩-২৪ রোটাবর্ষের জন্য মনোনীত ক্লাবের অন্যান্য সদস্যরা হলেন- সদ্য সাবেক সভাপতি আজাদ খান, সহ-সভাপতি ও ক্লাব ফাউন্ডেশন ডিরেক্টর আশেক রসুল রাহাত, সহ-সভাপতি এমরান আহমেদ তামিম, যুগ্ম সচিব আহমেদ মুহিতুর রহমান চৌধুরী, যুগ্ম সচিব সুস্মিতা মজুমদার, সম্পাদক আজিজুল হক আজাদ, কোষাধ্যক্ষ ফারহানুল আলম, পরিচালক (ক্লাব সেবা) সাজিদ বিন দিদার, পরিচালক (পেশা উন্নয়ন) মেহেদী হাসান গাজী, পরিচালক (সমাজসেবা) আবরার মাহি, পরিচালক (আন্তর্জাতিক সেবা) নুরাইবি আলম নাইলা, পরিচালক (আইসিটি) আবদুর রহমান ফারসি, চিফ সার্জেন্ট অ্যাট আর্মস মো. তৌকিবুল আলম চৌধুরী, সার্জেন্ট অ্যাট আর্মস মুহিতুল হাসিব, পরিচালক (ফাইন্যান্স) নাজমুল হক হৃদয়।
সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শফিকুল ইসলাম রিফাত, আনিসুল ইসলাম রিয়াদ ও সাগর সেন। নির্বাচিত কার্যকরী পরিষদ ১ জুলাই হতে দায়িত্ব গ্রহণ করবেন। উল্লেখ্য, ১৯৭৮ সালে রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আব্দুল ওয়াহেদ আল মামুন এর মাধ্যমে ও রোটারি ক্লাব অব চিটাগাং এর অভিভাবকত্বে প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এসি/টিসি