ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জাপানি ভাষা ও সংস্কৃতি নিয়ে সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, জুন ২০, ২০২৩
জাপানি ভাষা ও সংস্কৃতি নিয়ে সেমিনার বক্তব্য দেন জাপানি ভাষার প্রশিক্ষক সজল বড়ুয়া।

চট্টগ্রাম: নগরের গোলপাহাড় মোড়ের ‘বিবি৩৬০ ক্যারিয়ার’ এর কার্যালয়ে জাপানি ভাষা ও সংস্কৃতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

সেমিনারে মুখ্য আলোচক ছিলেন জাপানি ভাষার প্রশিক্ষক সজল বড়ুয়া।

তিনি প্রশ্নোত্তর পর্বে জাপানে উচ্চ শিক্ষা ও ক্যারিয়ারের নানা দিক তুলে ধরেন।  

আলোচনায় অংশ নেন জাপানের এওটিএস চট্টগ্রাম শাখার সভাপতি প্রকৌশলী একিউএম জুবায়ের, সিনিয়র সাংবাদিক ড. আবদুল ওয়াজেদ, সংস্কৃতি সংগঠক অনুপ সাহা, বিবি৩৬০ ক্যারিয়ারের প্রধান নির্বাহী মো. দানিয়েল আলম, গল্পকার বিপুল বড়ুয়া, এওটিএস সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, এসডি গ্লোবাল কনসালটেন্সির নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান শরীফ ও ভাষা কো-অর্ডিনেটর ইকবাল ইবনে মালেক।

 

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।