চট্টগ্রাম: ২০২৩-২৪ অর্থবছরের জন্য ১৮৮৭ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।
বুধবার (২১ জুন) দুপুরে আন্দরকিল্লার কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে চসিকের বাজেট অধিবেশনে এ ঘোষণা দেন তিনি।
২০২২-২৩ অর্থবছরে চসিকের ১১৭৬ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করেন মেয়র।
মেয়র বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর ঠিকাদার ও অন্যান্য বকেয়া থোক বরাদ্দ খাতে ৪৫ কোটি ৩৪ লাখ টাকা সহ প্রায় ২০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, মশক নিধনের জন্য চসিকে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এবার মশক নিধন খাতে বাজেটে ৫ কোটি টাকা রাখা হয়েছে।
একসময় চট্টগ্রাম পরিচ্ছন্ন নগরের খ্যাতি পেলেও ইদানীং রাজশাহীর নাম আসা নিয়ে এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, রাজশাহী ছোট শহর। চট্টগ্রাম ৭০ লাখ মানুষের নগর। আমরা পরিষ্কার করার পর আবার ময়লা ফেলা হচ্ছে। নগরবাসী সচেতন না হলে পরিচ্ছন্নতা নিশ্চিত করা কঠিন। বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে পরিকল্পনা করছি আমরা।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এআর/টিসি