ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএসএমআরএমইউর স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুন ২১, ২০২৩
বিএসএমআরএমইউর স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি ...

চট্টগ্রাম: বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএমইউ) স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২১ জুন) দুপুরে নগরের বাকলিয়া হামিদচরের স্থায়ী ক্যাম্পাসে বট গাছের চারা লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য রিয়ার এডমিরাল মোহাম্মদ মূসা।

এ সময় উপাচার্য বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিএসএমআরএমইউ এর স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে।

প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গাছ লাগাতে হবে।

এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, ক্যাম্পাসের প্রকল্প পরিচালক কমোডর মোহাম্মদ এহসান, চট্টগ্রাম ড্রাই ডকের জি এম ক্যাপ্টেন মোহাম্মদ হানিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।