চট্টগ্রাম: সারাদেশের মতো চট্টগ্রামেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ জন।
বৃহস্পতিবার (২২ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
ডেঙ্গু আক্রান্তে মৃত্যু হওয়া ৩৭ বছর বয়সী শাহজাহান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি নগরের আগ্রবাদ এলাকায়। গত ১৯ জুন চমেক হাসপাতালে ভর্তি হন তিনি।
এর আগে গত ১৪ জুন নগরের একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাকিব নামে ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়।
এদিকে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩০ জনের মধ্যে নগরের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২২ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৮জন।
ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হলেও এখন পরিস্থিতি খারাপের পর্যায়ে যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বাংলানিউজকে বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে আমরা প্রস্তুত আছি। সিটি করপোরেশন এলাকার পাশাপাশি উপজেলা পর্যায়েও ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। তবে আশার বিষয় হলো, নির্দিষ্ট এলাকাভিত্তিক রোগীর সংখ্যা খুবই কম। তারপরও সচেতন থাকতে হবে।
প্রসঙ্গত, চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ৩৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নগরে ২৪৮ জন এবং উপজেলায় ১২২ জন। মোট আক্রান্তের মধ্যে চলতি জুন মাসেই শনাক্ত হয়েছে ১৮৮ জন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এমআর/পিডি/টিসি