ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে ...

চট্টগ্রাম: মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, মানুষের মনমানসিকতার পরিবর্তন না হওয়ার কারণে নারী সমাজ আজ বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছে। নারীরা যৌতুকের কারণে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছে।

যৌতুক একটি সামাজিক ক্যান্সার। এর বিষক্রিয়ায় আমাদের গোটা সমাজ আক্রান্ত।

অসংখ্য নারীর সুখের সংসার ভেঙে যাচ্ছে যৌতুকের অভিশাপে। বাংলাদেশের আইন অনুযায়ী যৌতুক দেওয়া এবং যৌতুক নেওয়া দুটোই অপরাধ। যৌতুকের কারণে অনেক নারীকেই হত্যার শিকার হতে হচ্ছে। কিন্তু বাস্তবে প্রতিনিয়তই যৌতুকের বলি হচ্ছেন নারীরা। পায়েল আকতার সুমাইয়াও এই অভিশপ্ত যৌতুকের বলি। তাই গৃহবধূ পায়েলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।  

মঙ্গলবার (২৭ জুন) বিকেলে গত শুক্রবার সিআরবিতে যৌতুকের জন্য শ্বশুর বাড়িতে নির্মম ভাবে নিহত হওয়া গৃহবধূ সুমাইয়া আক্তার পায়েলের নগরের লালখান বাজার পশ্চিম বাগঘোনাস্থ বাসভবনে পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গেলে তিনি এসব কথা বলেন।

নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে পায়েলের পরিবারকে আইনগত সহায়তা দিয়ে যাবেন জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের বিচার না হওয়ায় একের পর এক এই ঘটনাগুলো ঘটছে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন থাকলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটত না। তাই নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল হালিম শাহ আলম, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব ডা. বেলায়েত হোসেন ঢালী, লালখান বাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ, মহানগর মহিলা দলের সহ সভাপতি মারিয়া সেলিম, স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক আবদুল আহাদ রিপন, বিএনপি নেতা মফিজুর রহমান ভূইয়া ও সৈয়দ ওমর ফারুক।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।